বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জন্য তার পদত্যাগের দাবিতে গত বুধবার বিপিএলসহ সব খেলা বয়কটের ডাক দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। গতকালও (বৃহস্পতিবার) নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে সংস্থাটি সংবাদ সম্মেলন করে। ফলে স্থগিত হয়ে যায় বিপিএলের দুই ম্যাচ। কোয়াবের সভাপতি হিসেবে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন সামনের সারিতে ছিলেন। এরপর থেকে অজানা নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন তিনি।
কোয়াবের সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দল ও বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। মিঠুন ছাড়াও সামনের সারিতে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং নুরুল হাসান সোহানদের। যে কারণে ক্রিকেটারদের অজানা নম্বর থেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল দিনভর নাটকীয়তার পর রাতে বিসিবির সঙ্গে আলোচনায় বসে কোয়াব। সেখানেই তারা মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। এরপর সংবাদ সম্মেলনে হুমকির বিষয়টি নিশ্চিত করে মিঠুন বলেন, ‘আমি এটা স্পষ্ট করি। আমরা যারা ক্যামেরার সামনে ছিলাম তাদের সবার কাছেই কোনো না কোনোভাবে (হুমকি) এসেছে। শুধু আমাকে না। বিভিন্ন অজানা নম্বর থেকে আমাদের হুমকি-ধামকি দেওয়ার বিষয়টি সত্য।’
কাউকে আঘাত করার মতো মন্তব্য করেননি জানিয়ে মিঠুন বলেন, ‘আমি এমন কোনো শব্দ ব্যবহার করিনি যেটা কাউকে ছোট করে বা বিতর্কিত কোনো বিষয়। দেশের বিপক্ষেও কোনো কথা বলিনি। আমাদের সবার বিষয় ছিল ক্রিকেট। প্রত্যেকের নিজস্ব সম্মান আছে, সেটা রক্ষার করার অধিকারও আছে আমাদের।’
প্রসঙ্গত, গতকাল স্থগিত হওয়া বিপিএলের ম্যাচ দুটি আজ (শুক্রবার) মাঠে গড়াবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে। একইভাবে লিগ পর্ব ও প্লে-অফের ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে একদিন করে।