বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থা নিরসনে অবশেষে নমনীয় অবস্থানে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ও তার পদত্যাগ দাবিকে কেন্দ্র করে যে বয়কট কর্মসূচি শুরু হয়েছিল, তা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই এই অবস্থান বলে জানিয়েছেন তারা।
কোয়াবের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান সংকট নিয়ে ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিক আলোচনা হয়েছে। সেই আলোচনায় তারা উপলব্ধি করেছেন—এই মুহূর্তে বাংলাদেশের নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে, পুরুষ জাতীয় দলের সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপে অংশ নিচ্ছে। এমন পরিস্থিতিতে সব ধরনের ক্রিকেট বন্ধ থাকলে এসব দলের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি বিপিএলকেও দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন ক্রিকেটাররা।
এই প্রেক্ষাপটে বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোয়াব। বিশেষ করে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে সময় চাওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন তারা। ক্রিকেটাররা জানিয়েছেন, প্রক্রিয়াটি চলমান থাকলে সেই সময়টুকু দিতে তারা প্রস্তুত।
তবে কোয়াব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বিতর্কিত মন্তব্যের জন্য এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কারণ তিনি প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন—এমন অভিযোগ থেকেই এই দাবি।
কোয়াব আরও জানিয়েছে, এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ সংক্রান্ত প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবার থেকেই ক্রিকেটাররা মাঠে ফেরার জন্য প্রস্তুত। এর মাধ্যমে বিপিএলসহ দেশের ক্রিকেট ফের স্বাভাবিক হওয়ার পথ তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।