Image description
 

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন জাবি আলোনসো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ৪৪ বছর বয়সী এই সাবেক কোচ জানিয়েছেন, বিদায়টা প্রত্যাশামতো না হলেও তিনি কৃতজ্ঞতা ও গর্ব নিয়েই ক্লাব ছাড়ছেন।

আলোনসো লিখেছেন, “আমার পেশাগত জীবনের এই অধ্যায়টি শেষ হয়ে গেল। সবকিছু যেমনটা আমি চেয়েছিলাম, তেমনভাবে এগোয়নি—এটা স্বীকার করতেই হয়। তবে রিয়াল মাদ্রিদের কোচ হওয়া ছিল আমার জন্য একদিকে বড় সম্মান, অন্যদিকে বিশাল দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমি ক্লাব কর্তৃপক্ষ, খেলোয়াড়দের এবং সর্বোপরি মাদ্রিদিস্তাদের বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি, কারণ আমি জানি—নিজের সর্বোচ্চটা দিয়েই কাজ করেছি।”

 

আলোনসোকে বরখাস্ত করে কতো টাকা বাঁচালো রিয়াল

স্প্যানিশ এই কোচ গত গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাবেউতে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন। তাঁর নিয়োগ কম খরচের ছিল না। রিয়াল মাদ্রিদ আলোনসোকে আনার জন্য বায়ার লেভারকুজেনকে ১২–১৫ মিলিয়ন ইউরো পরিশোধ করেছিল। আর আলোনসোর বেতন ছিল প্রতি মৌসুম ৭–৯ মিলিয়ন ইউরো।

বরখাস্তের পর প্রায় স্বাভাবিক প্রশ্ন হলো, রিয়াল মাদ্রিদকে চুক্তি শেষ করতে কত দিতে হবে? স্পেনের একটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলোনসোর চুক্তিতে একটি বিশেষ ধারা ছিল যা কার্যকর হয়েছে। ধারা অনুযায়ী, যদি ক্লাব প্রথম মৌসুমে তাঁকে বরখাস্ত করে, কেবল প্রথম বছরের বেতন দিতে হবে, পুরো তিন বছরের নয়।

 

এই ধারা রিয়াল মাদ্রিদের জন্য আর্থিক চাপ অনেক কমিয়ে দিয়েছে। ক্লাবকে পুরো তিন মৌসুমের ক্ষতিপূরণ না দিয়ে কেবল প্রথম বছরের বেতন দিতে হচ্ছে। অর্থাৎ আলোনসো শুধু এক বছরের পারিশ্রমিকই পাবেন।  

আলোনসোকে নিয়ে প্রজেক্ট মাঠে সফল না হলেও বোর্ডরুমে ক্লাব বড় আর্থিক ধাক্কা এড়াতে পেরেছে রিয়াল মাদ্রিদ।