Image description

ভারতের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সেখানে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি পাঠিয়ে বিসিবি অনুরোধ করেছিল, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। বিসিবির সংশ্লিষ্টরা সে সময়ে জানিয়েছিলেন, আইসিসির জবাবের পরই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।

এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, যদিও বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে সরানোর কথা ভাবছে আইসিসি, কিন্তু সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা খুবই কম। পরিবর্তে, দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরম শহরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হতে পারে। অর্থাৎ, নিরাপত্তা এবং ভেন্যুর বিষয়টি এখনও চূড়ান্ত নয়, তবে দক্ষিণ ভারত সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে আসছে।

কিন্তু আইসিসির এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিম চিঠিতে বলেছে তিনটা বিষয় হলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে। এক- মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করলে, দুই- বাংলাদেশের জার্সি পরে দর্শকরা ঘোরাফেরা করলে আর তিন- জাতীয় নির্বাচন যতো এগিয়ে আসবে। এর চেয়ে উদ্ভট ও অবাস্তব কথা আর হতে পারেনা।’

এর আগে, গত ৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করে জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তারা ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না। মূলত, ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে হঠাৎ করে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পরই এই সিদ্ধান্ত আসে। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানায় বিসিবি।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালি।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে টাইগারদের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও ইতালির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশের।