Image description

বিপিএলে অভিষেক আসর খেলতে নেমে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি নোয়াখালী এক্সপ্রেস। ষষ্ঠ ম্যাচে আজ (বৃহস্পতিবার) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আগে ব্যাটিংয়েও তারা সেভাবে সুবিধা করতে পারেনি। অথচ ১৬তম ওভার পর্যন্ত তাদের মাত্র ৩ উইকেটের পতন হয়েছিল। শেষমেষ সৌম্য সরকারের হাফসেঞ্চুরির সুবাদে টেনেটুনে দেড়শ পূর্ণ করে নোয়াখালী। ফলে রাজশাহীর সামনে এখন লক্ষ্যটা ১৫২ রানের।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল হাতেও তিনি অবদান রেখেছেন। ১ ওভারে মাত্র ১ রানের বিনিময়ে নিয়েছেন ১ উইকেট। নোয়াখালীর পক্ষে সৌম্য ৪৩ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন। এ ছাড়া মোহাম্মদ নবি ২৬ বলে ৩৫ এবং শাহাদাত হোসেন দীপু ধীরগতির ৩০ রান করেছেন।

পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারালেও মাত্র ৪১ রান তোলে নোয়াখালী। দলীয় ৫৭ রানে দীপুর বিদায়ে ওপেনিং জুটি ভাঙে। ২৮ বলে ৩০ রান করা এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন রিপন মন্ডল। শান্ত’র বলে মেরে খেলতে গিয়ে পেছনে ক্যাচ দিয়েছেন মাজ সাদাকাত (১৩ বলে ৭)। এবারের বিপিএলে আগের দুই ম্যাচে ৬ ও ১ রানে আউট হওয়া সৌম্য তৃতীয় ম্যাচে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পেয়েছেন। ৪৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন বাঁ-হাতি এই ব্যাটার।

মাঝে মোহাম্মদ নবি ২৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান করেছেন। অধিনায়কত্বের ভার কাঁধে নিয়ে হায়দার আলি ৬ বলে করেন ৩ রান। শেষদিকে কেবল ১ বল পেয়েছেন জাকের আলি অনিক। সবমিলিয়ে টেনেটুনে ১৫১ রান তুলেছে নোয়াখালী।

বিপরীতে রাজশাহীর পক্ষে ৪ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিপন মন্ডল। এ ছাড়া শান্ত, বিনুরা ফার্নান্দো এবং হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেছেন।