টি–টোয়েন্টি বিশ্বকাপের এক মাস বাকি আর। টুর্নামেন্টটি হবে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে। তবে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই ভারতে। এরই মধ্যে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ পড়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে শনিবার রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবির ১৭ জন পরিচালক। বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, আজ ৪ জানুয়ারি আইসিসিকে একটি চিঠি পাঠাবে বিসিবি। ওই চিঠিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তোলা হবে।
বর্তমান অবস্থার কথা বিবেচনা করে বিসিবি আইসিসির নিরাপত্তা বিভাগে ইমেইল করবে। সেখানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হবে। একই সঙ্গে মুস্তাফিজ ইস্যু নিয়েও জানতে চাওয়া হবে। শুধু খেলোয়াড় নয়, বোর্ড পরিচালক ও অন্যান্য সদস্যদের নিরাপত্তার বিষয়ও তুলে ধরা হবে। চিঠিতে দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তার কথাও থাকবে।
জানা গেছে, বর্তমান বাস্তবতায় নিরাপত্তাই বোর্ডের সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি ইঙ্গিত দিয়েছেন, সব পক্ষের জন্য স্পষ্ট নিশ্চয়তা না মিললে ভবিষ্যৎ সিদ্ধান্তে তার প্রভাব পড়তে পারে।
সংশ্লিষ্টদের মতে, এই চিঠি শুধু মুস্তাফিজ ইস্যুতে সীমাবদ্ধ নয়। ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে দুই দেশের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যতেও এর বড় প্রভাব থাকতে পারে।