Image description
 

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে দুঃখজনক ও অপমানজনক মনে করছেন বাংলাদেশের তিন সাবেক ক্রিকেটার। আগামী মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিরাপদ মনে করছেন না তারা। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ, মোহাম্মদ আশরাফুল ও রাজিন সালেহ বলেন, এ ব্যাপারে এখনই বিসিবির সিদ্ধান্ত নেওয়া উচিত।

খালেদ মাহমুদ, সাবেক অধিনায়ক
এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি জানি না আসলে কী কারণে এমনটা হলো। হয়তো কারণটা রাজনৈতিক। মোস্তাফিজকে একা যদি তারা নিরাপত্তা দিতে না পারে, তাহলে কীভাবে বিশ্বকাপে পুরো দলকে নিরাপত্তা দেবে। জানি না তারা কী ব্যবস্থা নেবে। অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করবে। তা না হলে বিশ্বকাপে বাংলাদেশ দল নিরাপত্তাহীনতায় ভুগবে।

মোস্তাফিজের বিষয়ে বিসিবির কিছু বলার নেই। ভারত সরকার যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে বিসিসিআই কীভাবে নিরাপত্তা দেবে। আইসিসিকে চিঠি দেওয়া উচিত বিসিবির। তা না হলে বিশ্বকাপের সময় সেখানে কোনো বিশৃঙ্খলা হলে, ক্ষতি আমাদের হবে।

মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক
সকালে ঘুম থেকে উঠেই সংবাদটা পেলাম। কলকাতা থেকে অনেক সাংবাদিক ফোন করছিলেন প্রতিক্রিয়া জানার জন্য। শুনে অবাক হয়েছি। এরকম ঘটনাও ঘটতে পারে। আমরা অপেক্ষা করছিলাম তার পারফরম্যান্স দেখার জন্য। ২০১৬ সাল থেকে যে নিয়মিত আইপিএলে খেলে আসছে। এবার কলকাতা মোস্তাফিজকে তার প্রাপ্য সম্মান দিয়ে দলে নিয়েছিল। যখন শুনলাম বিসিসিআই কলকাতা নাইটরাইডার্সকে বলেছে মোস্তাফিজকে ছেড়ে দিতে, অবাক হয়েছি। ক্রিকেটের সঙ্গে রাজনীতি একদমই মেলানো উচিত নয়। আমাদের দেশে আইপিএলের অনেক ফলোয়ার আছেন। তারা খেলা ফলো করেন। যখন এ ধরনের ঘটনা ঘটবে, তখন তারাও আইপিএল থেকে মুখ ফিরিয়ে নেবেন।

এ নিয়ে দুদেশের সরকার ও বোর্ড আলোচনা করবে। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের কলকাতায় তিনটি ম্যাচ, মুম্বাইয়ে একটি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তো আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আমি রাজনীতি বুঝি না। খেলা নিয়েই থাকতে চাই। মোস্তাফিজও তাই। তার তো মন একটু খারাপ হবেই।

রাজিন সালেহ, সাবেক অধিনায়ক
এটা অপমানজনক ক্রিকেটের জন্য। মোস্তাফিজ আগেও আইপিএলে খেলেছে। প্রমাণ করেছে, সে বিশ্বের অন্যতম সেরা পেসার। শুনেছি মোস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারবে না। এক মোস্তাফিজকে যদি তারা নিরাপত্তা দিতে না পারে, তাহলে বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে বিশ্বকাপে।