Image description

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এই নির্দেশকে হিন্দুদের বিজয় বলে অভিহিত করেছে বিজেপি।

আজ শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এমনটা জানানো হয়েছে।

বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে বিজেপির নেতা সঙ্গীত সোম বলেন, এটা পুরো জাতির হিন্দুদের বিজয়।

সোম বলেন, ভারতের ১০০ কোটি সনাতনীর পক্ষ থেকে এই সিদ্ধান্তের জন্য বিসিসিআইকে ধন্যবাদ। গতকাল আমরা বলেছিলাম বিষয়টিতে মনোযোগ দিতে হবে। কারণ ১০০ কোটি মানুষের মতামতকে হালকা করে দেখার সুযোগ নেই।

এর আগে, বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, দেশজুড়ে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানান, দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি কেকেআর-কে তাদের একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। মুস্তাফিজুরকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প হিসেবে তাদের পছন্দমতো যেকোনো ক্রিকেটারকেই বেছে নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সম্প্রতি হিন্দু ধর্মীয় নেতারা কেকেআরের মালিক বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

গত মাসে নিলাম চলাকালে মুস্তাফিজকে ৯ দশমিক ২ কোটি রুপিতে দলে ভেড়ানোয় শাহরুখ খানের সমালোচনা করেন ধর্মীয় নেতা দেবকিনান্দন ঠাকুর।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে।

শাহরুখের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ রকম নৃশংসতার পর কীভাবে একজন মানুষ এমন হৃদয়হীন হতে পারে, বিশেষ করে এমন একজন যে কিনা নিজেকে একটি দলের মালিক দাবি করে? কিভাবে তিনি ওই দেশ থেকে একজন ক্রিকেটারকে নেওয়ার মতো এতো নিষ্ঠুর হতে পারেন?

এদিকে, অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের ইমাম উমর আহমেদ ইলিয়াসিও বাংলাদেশি খেলোয়াড়কে কেকেআর স্কোয়াডে অন্তর্ভুক্তির জন্য শাহরুখ খানকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন।

ইলিয়াসি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানোর জন্য কেকেআরের মালিক শাহরুখ খানকে বিবৃতি দিয়ে নিন্দা জানানো উচিত এবং তাঁর দল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া উচিত।

এর আগে শিব সেনা নেতা সঞ্জয় নিরুপম আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আগে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে শাহরুখ খানের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, যখন পুরো দেশ বাংলাদেশের প্রতি ক্ষুব্ধ, তখন বাংলাদেশের সঙ্গে বিন্দু পরিমাণ সংযোগ আছে এমন যেকোনো ভারতীয় আক্রমণের শিকার হতে পারেন। শাহরুখ খানের দলে যদি বাংলাদেশি খেলোয়াড় থাকে, বড় ধরনের আক্রমণের শিকার হওয়ার আগে তাঁকে দল থেকে বাদ দেওয়ার অনুরোধ করছি। এটি তাঁর নিজের জন্য ভালো এবং ভারতের স্বার্থ রক্ষা করবে।

অন্যদিকে, এই বিতর্কের ব্যাপারে কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রিনাথ বলেছেন, সবার আগে বাংলাদেশি খেলোয়াড়কে আইপিএলের নিলামে অন্তর্ভুক্তির অনুমোদন কে দিয়েছেন তা খতিয়ে দেখা উচিত।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর বেশ কয়েকটি আক্রমণের পরই এমন ক্ষোভ তৈরি হয়েছে।

গত মাসে ভিন্ন ঘটনায় দুই হিন্দু যুবক মব ভায়োলেন্সের শিকার হন। এর মধ্যে ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক পোষাক শ্রমিককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। অপরদিকে রাজবাড়ীর পাংশার কালিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে চাঁদাবাজির ঘটনার জেরে অমৃত মন্ডল নামে এক যুবক মব ভায়োলেন্সের শিকার হন। এসব ঘটনায় বাংলাদেশ ও ভারত—উভয় দেশের রাজনৈতিক, ধর্মীয় নেতা এবং সংখ্যালঘু সম্প্রদায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে।