Image description

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। আসরের মাঝপথে সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে বিপিএল নিলামে দল না পেলেও এবার আনুষ্ঠানিকভাবে বার্লকে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

যদিও বিপিএলে পরিচিত মুখ বার্ল, গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে ১১ ম্যাচে ১৪৬ দশমিক ৫০ স্ট্রাইক রেটে ২৯৩ রান করেন এবং বল হাতে ৭ উইকেট নেন। 

এর আগে দুই মৌসুমে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন। তবে ২০১৯–২০ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলে অভিষেক হয় তার। সব মিলিয়ে বিপিএলে বার্লের সংগ্রহ ৫৭১ রান ও ১১ উইকেট।

এদিকে চলতি আসরে রাজশাহীও দারুণ ছন্দে রয়েছে। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে নাজমুল হোসেন শান্তর দল।

সরাসরি চুক্তি: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, জেমস নিশাম, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো, রায়ান বার্ল এবং সন্দীপ লামিচানে।

নিলাম থেকে: জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।