বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব, বার্সেলোনা, বর্তমানে আর্থিক সংকটের মধ্যে রয়েছে। তবে এই পরিস্থিতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নজর এড়ায়নি। গুঞ্জন উঠেছে যে, যুবরাজ বার্সেলোনাকে কিনতে আগ্রহী এবং তার জন্য তিনি ১০ বিলিয়ন ইউরোর একটি বিশাল প্রস্তাব দিতে প্রস্তুত।
বার্সেলোনা বর্তমানে ২.৫ বিলিয়ন ইউরোরও বেশি ঋণে ডুবে রয়েছে। এই সংকটকে পুঁজি করে সৌদি যুবরাজ একটি বড় বিনিয়োগের সম্ভাবনা দেখাচ্ছেন, যা কিছু বিশ্লেষকরা সৌদি আরবের ক্রীড়া কূটনীতি বা ‘স্পোর্টস ওয়াশিং’ কৌশলের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ইতিমধ্যেই ফুটবলসহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ লগ্নী করেছে এবং এটি তাদের ‘ভিশন ২০৩০’-এর অংশ।
তবে এই প্রস্তাব যতই লোভনীয় মনে হোক না কেন, বার্সেলোনা বিক্রি করা বাস্তবে সম্ভব নয়। কারণ বার্সেলোনা একটি সোসিও বা সদস্য মালিকানাধীন ক্লাব। এর অর্থ ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং ঐতিহ্যগতভাবে তারা কোনো ব্যক্তির হাতে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ দিতে প্রস্তুত নয়। সুতরাং সৌদি যুবরাজের জন্য পুরো ক্লাবের মালিকানা নেওয়া কার্যত অসম্ভব।
তবে ফুটবল ও অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, সৌদি আরব ক্লাবের বাণিজ্যিক খাতে বিনিয়োগ করতে পারে। এর মানে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ক্লাবের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে অর্থ লগ্নী করতে পারে, তবে তারা ক্লাবের মূল পরিচালনায় বা মাঠের ফুটবলের নিয়ন্ত্রণে কোনোরূপ হাত রাখবে না।
এই খবরটি এখন পর্যন্ত গুজব হিসেবেই গণ্য হচ্ছে, তবে বার্সেলোনার ঋণের পরিস্থিতি এবং ইউরোপীয় ফুটবলের ভবিষ্যৎ বিনিয়োগ কাঠামো নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে।
সৌদি যুবরাজের পক্ষ থেকে এই বিশাল পরিমাণ অর্থের প্রস্তাবের সাথে, বার্সেলোনা কেনার সম্ভাবনা নিয়ে এখন ফুটবল অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।