Image description

এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পেয়েছেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার তপু বর্মণ ও রাকিব হোসেন। এর আগেও বাছাই পর্বে হলুদ কার্ড দেখেছেন তারা। দুটি করে হলুদ কার্ড দেখায় আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকছেন দুজনই।

বাছাই পর্বে বাংলাদেশ ‘সি’ গ্রুপে খেলছে। এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এরই মধ্যে এশিয়া কাপ খেলা নিশ্চিত হয়েছে সিঙ্গাপুরের। আগামী বছরের ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি নিয়মরক্ষার হবে। তবে ফরোয়ার্ড রাকিব ও ডিফেন্ডার তপুকে পাবে না বাংলাদেশ। দুটি হলুদ কার্ডের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি ফাহমিদুল ইসলাম।

চলতি বাছাইপর্বে বাংলাদেশের খেলোয়াড়দের কার্ড দেখার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। ৫ ম্যাচে মোট ১১টি হলুদ কার্ড দেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ফাহমিদুলও কার্ডের কারণে ভারত ম্যাচ মিস করেছিলেন। এবার রাকিব ও তপুর অনুপস্থিতি শেষ ম্যাচে হামজা-জামালদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।