Image description

তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে নেতৃত্বের অভিজ্ঞতা আছে লিটন দাসের। তবে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কেবল টি-টোয়েন্টিতে। তার নেতৃত্বে এই ফরম্যাটে টানা চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এশিয়া কাপেও লড়াই করেছে ফাইনালের দোরগোড়ায়। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে লিটনের অধিনায়কত্ব এখন পর্যন্ত বেশ সফল বলা যায়।

এবার আলোচনায় টেস্ট নেতৃত্ব। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, টেস্ট দলের নেতৃত্ব নিয়ে তিন-চারজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে।

রোববার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়েই প্রশ্নের মুখোমুখি হন লিটন দাস। টেস্ট নেতৃত্বে আগ্রহ আছে কি না, এমন প্রশ্নে হাসিমুখেই জবাব দেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, “খেলোয়াড় হিসেবে টেস্ট দলের নেতৃত্ব পাওয়া অনেক বড় অর্জন। আমার মনে হয় না কেউ এই সুযোগ পেলে ‘না’ বলবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানি না। তারা (বিসিবি) যদি মনে করে আমি যোগ্য, নিশ্চয়ই কথা বলবে। দেখা যাক, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে।”

অতীতে একাধিকবার অন্তর্বর্তীকালীনভাবে টেস্টে নেতৃত্ব দিয়েছেন লিটন। এবার যদি স্থায়ীভাবে টেস্ট দলের নেতৃত্ব তার কাঁধে আসে, তবে সেটিই হবে তার ক্রিকেট ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।