Image description

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে স্কোয়াডে বেশ কিছু রদবদল এনেছে অস্ট্রেলিয়া। আজ শনিবার শেষ ওয়ানডের দলে যোগ হয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যান। বাদ পড়েছেন মার্নাস লাবুশেন।

 

টি-টোয়েন্টিতে প্রথম তিন ম্যাচের পর দলে ঢুকবেন গ্লেন ম্যাক্সওয়েল, বেন দারউইশ ও মাহলি বেয়ার্ডম্যান। সব ম্যাচে খেলবেন জশ ফিলিপ। বেয়ার্ডম্যানের ডাক পাওয়া অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই তরুণ পেসার।

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্যানবেরায় ২৯ অক্টোবর থেকে। এরপর ম্যাচগুলো হবে মেলবোর্ন (৩১ অক্টোবর), হোবার্ট (২ নভেম্বর), গোল্ডকোস্ট (৬ নভেম্বর) এবং ব্রিসবেনে (৮ নভেম্বর)।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, মাহলি বেয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), জাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডারউইশ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।