
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর ম্যাচে টস জিতে বোলিং নেয় পাকিস্তান। শুরুতেই যেন তাদের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফরা। মাত্র ৯.২ ওভার খেলতেই শ্রীলঙ্কা হারিয়েছে পাঁচ উইকেট, সংগ্রহ ৬৫ রান।
ইনিংসের দ্বিতীয় বলেই শাহীন আফ্রিদি সাজঘরে পাঠান কুশল মেন্ডিসকে। খুব বেশি সময় ক্রিজে টিকতে পারেননি ওপেনার পাথুম নিসাঙ্কাও (৮), তাকেও ফিরিয়ে দেন শাহীন। কুশল পেরেরা (১৫) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও হারিস রউফের গতির সামনে বেশি দূর যেতে পারেননি। অধিনায়ক চারিথ আসালঙ্কা (২০) ও দাসুন শানাকা (০) দ্রুত ফিরলে চাপ আরও বেড়ে যায় লঙ্কানদের ওপর।
এই বিপর্যয়ের মাঝেও ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন কামিন্দু মেন্ডিস (১৪*) ও অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৫*)। তবে পাকিস্তানি বোলারদের ধারাবাহিক আক্রমণে তাদের দায়িত্ব এখন পাহাড়সম।
শাহীন আফ্রিদি এখন পর্যন্ত ৩ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সমান কার্যকর ছিলেন হুসেইন তালাত, ১.২ ওভারে ২ উইকেট তুলে নিয়েছেন মাত্র ৪ রান খরচায়। হারিস রউফ নিয়েছেন একটি উইকেট।
শ্রীলঙ্কার ব্যাটিং ধস নামিয়েছে পাকিস্তানের পেস আক্রমণ। দশ ওভনের আগেই অর্ধেক দল হারানো মানেই লঙ্কানদের সামনে বড় সংগ্রহ গড়া এখন একপ্রকার অসম্ভব মিশন। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে বাকিদের নিয়ে ব্যাটিং ধৈর্য দেখাতে হবে মেন্ডিস ও হাসারাঙ্গাকে। অন্যদিকে পাকিস্তান চাইবে দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে।