
সিঙ্গাপুরের সাথে হারের পর এক প্রকার আড়ালেই চলে গিয়েছিলেন হামজা-জামালরা। নারী ফুটবল দলের সাফল্যে চাপা পড়েছিল তাদের নিয়ে আলোচনা। তবে মাস দুয়েক পর ঘুম ভেঙেছে টাইগারদের।
সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১২ আগস্ট) মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দু’ মাসের লম্বা বিরতির পর বুধবার (১৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে জামাল-তপুদের প্রস্তুতি ক্যাম্প।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালেলর বিপক্ষে তাদের মাটিতে দু’টি প্রীতি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে শুরু হচ্ছে জাতীয় দলের এই প্রস্তুতি ক্যাম্প।
এই ক্যাম্পকে সামনে রেখে এক মাসেরও বেশি সময় ছুটি কাটানোর পর ঢাকায় ফিরেছেন হাভিয়ের কাবরেরা। দলের খেলোয়াড়দের আগেই টিম হোটেলে উঠেছেন জাতীয় দলের স্প্যানিশ এই কোচ।
বুধবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের আপাতত পাচ্ছেন না হাভিয়ের কাবরেরা। তারা যোগ দেবেন আগামী ১৫ আগস্ট। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কাতারে অবস্থান করছে কিংসরা।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৬ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। দু’ দলই এই সিরিজ খেলবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে।
অন্যদিকে ক্লাব ফুটবলে ব্যস্ত সময় পার করছেন হাজমা চৌধুরী ও সামিত সোম। যে কারণে নেপালের বিপক্ষে এ ম্যাচ দু’টিতে তাদের পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। ফাহমিদুলকে পাওয়া নিয়েও আছে শঙ্কা।
উল্লেখ্য, আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দু’টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে হোম-অ্যাওয়ে ভিত্তিতে।
প্রথমে ৯ অক্টোবর দু’ দলের প্রথম দেখা হবে ঢাকায়, আর ১৪ অক্টোবর বাংলাদেশকে আতিথ্য দেবে হংকং।