Image description

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট দেখতে স্টেডিয়ামে ঢুকতে চেয়েছিলেন এক দর্শক। ওই সময় তার গায়ে ছিল পাকিস্তানের সবুজ রংয়ের জার্সি, যা টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানি ক্রিকেটারা গায়ে দেন। কিন্তু স্টেডিয়ামে নিরাপত্তাকর্মী সেই দর্শককে জার্সিটি পরে ভেতরে ঢুকতে দেননি, বলেছিলেন ঢেকে রাখতে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ওই দর্শক। বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব জানায়, ঘটনার সত্যতা উদঘাটনে তদন্ত শুরু করেছে তারা।

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চলমান পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে এ ঘটনা ঘটে। টেস্টের ঠিক কোন দিন ঘটেছে তা এখনো নিশ্চিত নয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম অনুযায়ী, সেই দর্শকের নাম ফারুক নজর। তিনি ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি তাকে তার পরা সবুজ পাকিস্তান জার্সি ঢেকে রাখার অনুরোধ করছেন।

 

ভিডিওতে ওই নিরাপত্তাকর্মী বলেন, ‘কন্ট্রোল থেকে আমাকে বলা হয়েছে যে আপনি দয়া করে এই জার্সিটি ঢেকে রাখতে পারেন কি না।’ আরেকজন স্টুয়ার্ডকে বলতে শোনা যায়, জার্সিটিকে ‘জাতীয়তাবাদী প্রতীক’ হিসেবে বিবেচনা করা হতে পারে।

ভিডিওতে দেখা যায়, বারবার একই অনুরোধ করায় নজর ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছেন। এক পর্যায়ে এক পুলিশ কর্মকর্তা এসে তাকে দর্শকসারির বাইরে গিয়ে কথা বলতে বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নজর শেষ পর্যন্ত জার্সি ঢেকে রাখার পরিবর্তে মাঠ ত্যাগ করার সিদ্ধান্ত নেন নজর। এ বিষয়ে ল্যাঙ্কাশায়ারের এক মুখপাত্র বলেন, ‘আমরা এই ঘটনার ব্যাপারে অবগত এবং বিষয়টির প্রেক্ষাপট ও সঠিক তথ্য জানতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’

 

সম্প্রতি ল্যাঙ্কাশায়ার ভারতীয় দর্শকদের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা প্রকাশ্যে বলেছে। ওল্ড ট্র্যাফোর্ড ভিত্তিক ‘দ্য হান্ড্রেড’ দলের ৭০ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন আরপিএসজি গ্রুপ। বলে রাখা ভালো, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের মালিকও গোয়েঙ্কা।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক অনেক বছর ধরেই শীতল। কিন্তু গেল মে মাসে দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনার পর তা আরও খারাপ হয়েছে। এই রাজনৈতিক টানাপড়েন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআাই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এর সম্পর্কেও প্রভাব ফেলেছে।

২০১২-১৩ সালের পর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। টেস্ট ক্রিকেট বন্ধ রয়েছে ২০০৭-০৮ সাল থেকে। সম্প্রতি আইসিসি ইভেন্টে অংশগ্রহণ নিয়েও জটিলতা দেখা দিয়েছে, যার সমাধানে নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করা হয়েছে।