দুই বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে মার্টিন গাপটিল। নিউজিল্যান্ডের জার্সিতে তার আর ফেরাও হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ৩৮ বছর বয়সি এ ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে গাপটিল বলেন, ‘ছোট থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। দেশের হয়ে ৩৬৭ ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত।’
২০০৯ সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর তিনি হয়ে উঠেছিলেন কিউইদের অন্যতম স্তম্ভ। ব্যাট হাতে তার আগ্রাসন ভয় ধরিয়ে দিতো প্রতিপক্ষ শিবিরে।
দেশের হয়ে ১৯৮ ওয়ানডে, ১২২ টি-টোয়েন্টি ও ৪৭ টেস্ট খেলেছেন গাপটিল। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার রান ১৩৪৬৩। ২৩ সেঞ্চুরির সঙ্গে আছে ৭৬ ফিফটির ইনিংস।
দেশের হয়ে সবশেষ ২০২২ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন গাপটিল। এরপর আর মাঠে নামা হয়নি তার। ভবিষ্যতে ডাক পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ দেখে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে-ই বিদায় জানিয়ে দিলেন তিনি।