
সিরিজ শুরুর আগে ফেভারিটের তকমা থাকলেও, মাঠের লড়াইয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হারার পর এবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল।
ম্যাচের আগে রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স একাদশ নিয়ে স্পষ্ট কিছু জানাননি। তবে ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী একাদশে বদল আসতে পারে। বিশেষ করে অতিরিক্ত স্পিনার বা পেসার নিয়ে ভাবা হচ্ছে।
সিমন্স বলেন, ‘হয় তিন পেসার দুই স্পিনার, না হয় তিন স্পিনার দুই পেসার নিয়ে মাঠে নামবো। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
তবে দলে কিছু চমক দেখা যেতে পারে। ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তরুণ পেসার তানজিম সাকিবের টেস্ট অভিষেকের কথাও আলোচনায় আছে। ইনজুরি এবং ব্যাটিং ব্যর্থতার কারণে দলে এই দুই পরিবর্তন নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট।
সম্ভাব্য একাদশের একটা খসড়া দাঁড়িয়েছে এভাবে—
এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, তানজিম সাকিব (সম্ভাব্য অভিষেক), খালেদ আহমেদ
চট্টগ্রামের স্লো উইকেটের কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট হয়তো তিন স্পিনার নিয়ে নামার দিকেই ঝুঁকবে। তবে শেষ মুহূর্তের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কে থাকছেন, কে বাদ পড়ছেন।
এখন দেখার পালা, পরিবর্তনের এই ছোঁয়ায় বাংলাদেশ কি পারবে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে!