
কাশ্মীরের পেহেলগামে ভয়াহব সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মাঝে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। একে অন্যের বিরুদ্ধে নানারকম পদক্ষেপ গ্রহণ করছে। এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মনে করেন সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এমনকী বৈশ্বিক আসরেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলাকে সমর্থন করেন তিনি।
গত মঙ্গলবার ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয়সহ মোট ২৬ জন নিহত হন। এর পেছনে পাকিস্তানকে দায়ী করে দেশটির নাগরিকদের ভিসা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে দেশে চলে যাওয়ার নির্দেশ দেয় ভারত। অন্যদিকে পাকিস্তানও একই কাজ করে। এছাড়া ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। পিএসএলের স্কোরও দেখাচ্ছে না টাইমস গ্রুপের মালিকানাধীন ‘ক্রিকবাজ’।
এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভের কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তানের সঙ্গে ভারতের যাবতীয় সম্পর্ক ছিন্ন করা উচিত হবে কিনা। জবাবে সাবেক বিসিসিআই সভাপতি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘১০০ ভাগ, এটা (পাকিস্তানের সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে বছরের পর বছর এরকম ঘটনা ঘটে চলবে।’
রাজনৈতিক হানাহানির কারণেই ২০১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায় না। দুই দেশ শুধু আইসিসি বা এসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়। তবে কাশ্মীর হামলার পর আইসিসি বা এসিসি টুর্নামেন্টেও পাকিস্তানকে বর্জন করতে চাইছে ভারত। এ বিষয়ে আইসিসির কাছে প্রস্তাব দেওয়া হবে বলেও ভারতীয় মিডিয়ায় খবর বেরিয়েছে। এই উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন সৌরভ, ‘বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।’