
অবশেষে বড় স্কোরের দেখা পেলেন সৌম্য সরকার। ধারাবাহিকতার অভাবে ভোগা এই তারকা ব্যাটার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিস্ফোরক সেঞ্চুরি হাঁকিয়েছেন। অগ্রণী ব্যাংকের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৫৩ রানের ইনিংস।
আজ বুধবার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৩৩৩ রানের পাহাড় গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাইফ হাসান আর তানজিদ তামিমের ওপেনিং জুটিতে আসে ৮১ রান। সাইফ ৬১ বলে ৪৩ আর তানজিদ ৩৩ বলে ৫ চার ২ ছক্কায় ৪৩ রান করেন। তিনে নেমে বিস্ফোরক হয়ে ওঠেন সৌম্য। ৯২ বলে তুলে নেন সেঞ্চুরি।
এরপর একই মেজাজে ব্যাট ঘোরাতে থাকেন এই বিস্ফোরক ব্যাটার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ বলে ১৫৩ রানে। তার ১৩৬.৬১ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল ১৭টি চার এবং ৬টি ছক্কার মার। এছাড়া মেহেদী মারুফ করেন ২৪ রান। তবে ফিফটি মিস করেছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি অপরাজিত থাকেন ৪৫ বলে ৪ চার ১ ছক্কায় ৪৯ রানে। অগ্রণী ব্যাংকের হয়ে একটি করে উইকেট নেন শুভাগত হোম, আরিফ আহমেদ এবং জাহিদ জাভেদ।