Image description

গতকাল সিলেট টেস্টের প্রথম দিনটা খুব অস্বস্তি নিয়ে শেষ করেছিল বাংলাদেশ দল। বাংলাদেশ ১৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর কোনো উইকেট না হারিয়েই ৬৬ রান করে ফেলেছিল জিম্বাবুয়ে। নাজমুল হোসেনের দলের ওই অস্বস্তি কিছুটা হলেও কেটেছে আজ। যদিও প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়েছে সফরকারীরা।

দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছে ১ উইকেট ৫৭ রান করে। এখনো ২৫ রানে পিছিয়ে আছে তারা। এই টেস্টে কত দূর যেতে চায় বাংলাদেশ? প্রশ্নটা শুরুতে এড়িয়েই গিয়েছিলেন দলের প্রতিনিধি হয়ে আজ সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ।

পরে তাঁর কাছে আবারও লক্ষ্যের কথা জানতে চাইলে শুরুতে বলেছেন লিড নেওয়ার দিকেই আপাতত তাকিয়ে তাঁর দল। এরপর একটা সংখ্যার কথাও বলেছেন মিরাজ, ‘এখন যে উইকেট আছে, আমার কাছে মনে হয় যদি প্রপার ব্যাটিং করতে পারি, যদি ৩৫০-৪০০ রান করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে। টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ, উইকেটে অনেক পরিবর্তন আসবে। আমাদের ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।’

৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ
৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজপ্রথম আলো

প্রথম ইনিংসে বাংলাদেশ যেখানে ১৯১ রানেই অলআউট হয়েছে, জিম্বাবুয়ে সেখানে করেছে ২৭৩ রান। মেহেদী হাসান মিরাজের ৫ উইকেটও জিম্বাবুয়ের লিড নেওয়ায় বাধা হতে পারেনি। প্রথম দিন শেষেই অবশ্য এর আভাস পাওয়া গিয়েছিল। ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে।  

আমরা ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে একটা ভালো স্কোর করতে পারি, ভালো সংগ্রহ দিতে পারি। আমরা পরে ডিফেন্ড করতে পারব।
মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ

জিম্বাবুয়েকে থামিয়ে দিতে পারলেও প্রতিপক্ষের রান কি প্রত্যাশার চেয়ে বেশি হয়ে যায়নি—এমন প্রশ্নে মিরাজের উত্তর, ‘কাল কিন্তু ওরা এগিয়ে ছিল। কিন্তু আজকে যখন আমরা শুরু করেছি, অনেক ভালো বল করেছি গতকালের চেয়ে। আমরা যে প্রত্যাশা করেছি, তার ভেতর আটকাতে পেরেছি। হয়তো শেষের দিকে ব্যাটসম্যানরা যে ৩০-৪০ রান করেছে, এটা অতিরিক্ত হয়েছে।’

বাংলাদেশের বোলাররা আজ ভালোই করেছেন
বাংলাদেশের বোলাররা আজ ভালোই করেছেনপ্রথম আলো

যদিও এই রান বাংলাদেশের জন্য চাপ হবে না বলেই মনে করেন মিরাজ, ‘আমার মনে হয় না এটা চাপ। আমরা ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে একটা ভালো স্কোর করতে পারি, ভালো সংগ্রহ দিতে পারি। আমরা পরে ডিফেন্ড করতে পারব। টেস্ট ক্রিকেটের এটাই একটা সৌন্দর্য আমার মনে হয়, একবার ওরা এগিয়ে থাকবে, একবার আমরা এগিয়ে থাকব। দিন শেষে ভালো যারা খেলবে তারাই ফল পাবে।’