Image description

ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছে গানাররা।  দুই লেগে মিলিয়ে ৫-১ গোলে এগিয়ে থেকে ১৬ বছর পর শেষ চারের টিকিট কেটেছে ইংলিশ ক্লাবটি।

এর আগে, গত  সপ্তাহে প্রথম লেগে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-০ গোলের অসাধারণ জয় পেয়েছিল মিকেল আর্তেতার শিষ্যরা।

ম্যাচের শুরু থেকে অনুমিতভাবে বল দখলে রাখতে শুরু করে রিয়াল। কিন্তু আর্সেনালের জমাট রক্ষণে চিড় ধরাতে পারেনি কোনোভাবেই। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রসগুলো সহজেই প্রতিরোধ করেন উইলিয়াম সালিবা-জাকুব কিয়ররা। ১২ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় আর্সেনাল। কিন্তু পেনাল্টি মিস করে বসেন বুকায়ো সাকা।

২৩ মিনিটে পেনাল্টি পায় রিয়ালও। কিন্তু ভিএআরে দেখা যায় ফাউল হওয়ার সময় অফসাইডে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাই বাতিল করা হয় পেনাল্টি। গোলমুখে সাকার দুটি শট নেওয়া ছাড়া উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না। সেই সাকা নিজের শাপমোচন করেন ৬৩ মিনিটে। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে খুব সুনিপুণভাবে পরাস্ত করে আর্সেনালকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

অবশ্য দুই মিনিট পরই সমতা ফেরায় রিয়াল। এতে দায় বেশি সালিবার। আর্সেনাল ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান ১-১ করেন ভিনিসিয়ুস। জাগিয়ে তোলেন ঝিমিয়ে পড়া রিয়ালকে। কিন্তু তা কেবল ওই মুহূর্তের জন্য। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মিকেল মেরিনোর পাস থেকে জয়সূচক গোলটি করে রিয়ালের কাটা ঘায়ে নুনের ছিটা দেন গাব্রিয়েল মার্তিনেল্লি।