
ওয়ানডে অভিষেকেই রেকর্ড গড়ে ফেলেছেন মুহাম্মদ আব্বাস। তাও আবার নিজের জন্মভূমি পাকিস্তানের বিপক্ষেই, নিউজিল্যান্ডের হয়ে। ওয়ানডে অভিষেকে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি এখন তারই দখলে।
শনিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে পাকিস্তানের বিপক্ষে অভিষেকে মাত্র ২৪ বলে ফিফটি হাঁকান ২১ বছরের এই অলরাউন্ডার। আব্বাস অবশ্য আউট হয়েছেন ২৬ বলে ৫২ রান করে। পরে বল হাতেও নিয়েছেন একটি উইকেট।
এদিকে এই রেকর্ডের বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের মিডিয়া বিভাগের পাঠানো এক অডিওতে মুহাম্মদ আব্বাস বলেন, ‘আমার কোনো ধারণা ছিল না, ড্রেসিংরুমে কেউ একজন আমাকে বলেছিল। মনে করতে পারছি না কে বলেছিল, তবে আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’
আন্তর্জাতিক ক্রিকেটে মুহাম্মদ আব্বাসের অভিষেকটা নিউজিল্যান্ডের হয়ে হলেও তার জন্ম পাকিস্তানের লাহোরে। বাবা আজহার আব্বাস পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। তবে পরে নিউজিল্যান্ডে এসেই থিতু হয়েছেন তিনি। তার সঙ্গে ঠিকানা বদলে গেছে আব্বাসেরও।
সুদূর তাসমান সাগরের ওপারে পাড়ি জমিয়েও ক্রিকেটটা ছাড়েননি আজহার। খেলোয়াড়ি জীবন শেষে এখন আজহার ওয়েলিংটনের সহকারী কোচ। ছেলে মুহাম্মদ আব্বাসও হেঁটেছেন বাবার পথেই।হয়েছেন ক্রিকেটার, খেলেনও ওয়েলিংটনের হয়েই। এবার হয়ে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকটাও।
আর সেই অভিষেক যে এতোটা রঙিন হবে, ভাবতে পারেননি আব্বাসও। প্রথম ম্যাচেই এমন একটা ইনিংসের পর রীতিমতো অভিনন্দন বন্যায় ভাসছেন ২১ বছরের এই তরুণ। বলেন, ‘আমার ফোনে মনে হয় কয়েক হাজার নোটিফেকশন এসেছে। পাকিস্তান, যুক্তরাজ্য সব জায়গা থেকেই মেসেজ পাচ্ছি।’
এদিকে আব্বাসের রেকর্ড গড়া ম্যাচটি কিউয়িরা জিতেছে ৭৩ রানে। গ্যালারিতে বসে তার খেলা দেখেছেন মা–বাবাসহ পরিবারের অন্য সদস্যরাও। আব্বাসের ভাষায়, ‘এটা স্বপ্নের মতো।’