আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ’র দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ভয়াবহ শুরু করেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার, আর দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শামির শিকার হন সৌম্য। ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে উইকেটকিপার লোকেশ রাহুলকে ক্যাচ দেন তিনি। পাঁচ বল খেলে কোনো রান করতে পারেননি এই ওপেনার।
এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে দুই বল খেলে শূন্য রানেই ফেরেন শান্ত। হার্সিত রানার বলে কভার ড্রাইভ করতে গিয়ে বিরাট কোহলির হাতে ক্যাচ দেন তিনি। ইনিংসের মাত্র ১.৪ ওভারের মাথায় ১ রানেই দুই উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেটে ১১ রান।