Image description

এবার চাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নাম এবং নম্বর গোপন রেখেও চ্যাট করতে পারবেন। মেটার আওতাধীন হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছে। নতুন অপশনটির নাম ‘রিজার্ভ ইউজার’। এই অপশন চালু থাকলে ব্যবহারকারীর নাম ও মোবাইল নম্বর অপরিচিতদের থেকে সম্পূর্ণ গোপন থাকবে। ফলে অনাকাঙ্ক্ষিত মেসেজ পাওয়ার সম্ভাবনাও কমবে।

এছাড়া, নতুন ‘ইউজার নেম’ ফিচার চালু হলে কেউ অপরিচিত ব্যক্তির নাম বা নম্বর দেখতে পারবে না। বিশেষ করে বাইরের ওয়েবসাইট বা অজানা প্ল্যাটফর্ম থেকে আসা মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হবে, যা সাইবার অপরাধ ও তথ্য চুরির ঘটনা কমাতে সাহায্য করবে।

যদিও নম্বর না থাকলেও কেউ মেসেজ পাঠাতে পারবে, কিন্তু তার জন্য ‘ইউজার নেম উইথ পিন’ অপশন থাকবে। এতে ব্যবহারকারী চার অঙ্কের একটি পিন তৈরি করবেন, যা ছাড়া কেউ মেসেজ পাঠাতে পারবে না। এর ফলে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকবে কে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।