বাংলা উইকিপিডিয়ায় ২০২৫ সালের নভেম্বরে সবচেয়ে বেশি পঠিত তালিকায় শীর্ষ স্থান দখল করেছে ‘জোহরান মামদানি’। ১৯৯১ সালে জন্ম নেওয়া জোহরান একজন মার্কিন রাজনীতিবিদ; যিনি সম্প্রতি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছে। ডেমোক্রেটিক পার্টি এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্টস্ অফ আমেরিকা দলের সদস্য জোহরান। সার্চের শীর্ষে থাকা এই পাতাটি পড়া হয়েছে ২৪ হাজার ৭৪২ বার। সার্চে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ’ এবং ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। পাতা দুটি যথাক্রমে ২২ হাজার ৪০৬ এবং ২১ হাজার ৬৫৪ বার পড়া হয়েছে
৩ ডিসেম্বর (বুধবার) নিজেদের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করে বাংলা উইকিপিডিয়া।
তথ্য অনুযায়ী, সার্চে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, খালেদা জিয়া ও বন্দে মাতারম্। পাতাগুলো যথাক্রমে ২০ হাজার, ১৯ হাজার এবং ১৮ হাজারের বেশি পড়া হয়েছে। তালিকায় আরও রয়েছে ‘পশ্চিমবঙ্গের বিধানসভার তালিকা’, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’, ‘মিয়া খলিফা’ ও ‘ধর্মেন্দ্র’ রয়েছে।
এছাড়া নভেম্বরের মাসটিতে বাংলা উইকিপিডিয়ায় তালিকায় থাকা শীর্ষ ২০ এর মধ্যে ছিল ‘যৌনসঙ্গম’, ‘এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)’, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’, ‘তারেক রহমান’, ‘শেখ হাসিনা’, ‘ভূমিকম্প’, ‘বাংলা ভাষা’, ‘ঢাকা-৯’, ‘পশ্চিমবঙ্গ’ ও জুলাই সনদ।

এর আগে অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত পাতার তালিকায় শীর্ষে উঠে আসে ‘কুমিল্লা বিভাগ’। মাসটিতে ওই পাতাটি পড়া হয়েছিল ৯২ হাজার ৭৬০ বার। এর পরেই ছিল ‘বাংলাদেশ’ ও ‘বাংলাদেশের বিভাগসমূহ’। চতুর্থ অবস্থানে ‘কোজাগরী লক্ষ্মীপূজা’, পর্ন তারকা ‘মিয়া খলিফা’, ‘জুলাই সনদ’, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’, ‘এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)’। এছাড়াও নবম ও দশম স্থানে লালন ও রবীন্দ্রনাথ ঠাকুর।