Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ জিতে আগেই মূলপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আজ স্কটল্যান্ডের বিপক্ষেও দারুণ জয় তুলে যাত্রা অব্যাহত রাখলো নিগার সুলতানা জ্যোতিরা। নেপালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের লক্ষ্যে নেমে ১০১ রানে থামে স্কটিশ মেয়েরা। ৯০ রানের জয়ে বাছাইয়ে টানা ছয় ম্যাচে জয়যাত্রা অব্যহত থাকলো টাইগ্রেসদের।

 

কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯১ রান তোলে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ৬৭ রান। যদিও দুই বলের ব্যবধানে পরপর দুই ওভারে আউট হন দুজনই। ৬ চার ও ১ ছকায় ২৮ বলে ৩৯ রান করেন দিলারা। ১টি করে চার-ছক্কায় ২২ বলে ২২ রান আসে জুয়াইরিয়ার ব্যাট থেকে। তিনে নামা শারমিন আক্তার সুপ্তা করেন ১৫ রান। চতুর্থ উইকেটে সুবহানা মোস্তারিকে নিয়ে বিধ্বংসী জুটি গড়েন অধিনায়ক জ্যোতি। ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৫৬ রানে। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে স্রেফ ২৩ বলে ৪৭ রান করেন মোস্তারি।

রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই স্কটিশ শিবিরে আঘাত হানে বাংলাদেশ। মারুফা আক্তারের বলে জ্যোতির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডার্সি কার্টিকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ  ২৭ রান আসে আটে নামা প্রিপা স্প্রাউলের ব্যাট থেকে। মেগান ম্যাককল করেন ২০ রান। এরপর প্রিয়ানাজ চ্যাটার্জি (১৪) ছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। ৯ উইকেটে নির্ধারিত ওভারের পুরোটা খেলে স্রেফ ১০১ রান করতে পারে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মারুফা, ২টি নেন স্বর্ণা আক্তার।