Image description

শেষ ৬ বলে প্রয়োজন ছিল ৩২ রান। সালমান মির্জার প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেন জাভিয়ের বার্টলেট। কিন্তু পরের ৫ বলে ৩ রানই নিতে পারে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২২ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে পাকিস্তান। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানই করতে পারে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার, লাহোরে।

রান তাড়ায় নেমে দলীয় ২১ রানে ম্যাথু শর্টকে (৫) হারায় অস্ট্রেলিয়া। ১৩ বলে সমান ২টি করে চার ও ছক্কায় ২৩ রান করে ফেরেন ট্রাভিস হেডও। ম্যাট রেনেশ করেন ১৫। এরপর দ্রুত ফেরেন কুপার কনোলি (০) ও মিচেল ওয়েন (৮)। ব্যাটিংয়ে এক প্রান্তে ভরসা হয়ে ছিলেন ক্যামেরন গ্রিন। ৩৬ রান করা গ্রিনকে ফেরান নাওয়াজ। একশর আগে ৬ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে অজিরা। সেখানেই নিশ্চিত হয়ে যায় পরাজয়। শেষদিকে বার্টলেট (৩৪*) চেষ্টা করলে হারের ব্যবধান কেবল কমেছে।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় এক রানেই সাহিবজাদা ফারহানকে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে সালমান আঘা ও সাইম আইয়ুব মিলে ৭৩ জুটিতে দলকে পথে রাখেন। সাইম ফেরেন ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রানে। সালমানও ফিরে যান ২৭ বলে ৩৯ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। দলীয় ১২৩ রানের মাথায় বাবরকে (২৪) ফেরান অ্যাডাম জাম্পা। তখন ১৩.৫ ওভার। পরের ৩৭ বলে ঠিক ৩৭ রানই তুলতে পারে পাকিস্তান, হারায় আরও ৪ উইকেট। একে একে প্যাভিলিয়নে ফেরেন ফখর জামান (১০), উসমান খান (১৮), শাদাব খান (১), শাহিন আফ্রিদি (০) ও সালমান মির্জা (৪)। মোহাম্মদ নাওয়াজ অপরাজিত থাকেন ১৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২০ ওভারে ১৬৮/৮ (সাইম ৪০, সালমান ৩৯, বাবর ২৪; জাম্পা ৪/২৪, বার্টলেট ২/২৬)
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১৪৬/৮ (গ্রিন ৩৬, বার্টলেট ৩৪*, হেড ২৩; আবরার ২/১০, সাইম ২/২৯)
ফল : পাকিস্তান ২২ রানে জয়ী
ম্যাচসেরা : সাইম আইয়ুব