Image description

প্রথম সুযোগ কাজে লাগাতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। আজ বিপিএলের ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পেয়ে প্রতিপক্ষ সিলেট টাইটানসকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু দারুণ পায় রাজশাহী। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম।

ব্যক্তিগত ২৬ রানে যখন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা আউট হন তখন ওভার ছিল ৪.৪ ওভার। 

 

তবে মাঝে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদের সম্মুখীন হয়েছিল রাজশাহী। সেখান থেকে এই চ্যালেঞ্জিং লক্ষ্যটা এনে দেন দুই কিউই। ষষ্ঠ উইকেটে ৭৭ রানের জুটি গড়েন জিমি নিশাম ও কেন উইলিয়ামসন।

দুজনের কেউই অবশ্য ফিফটি পাননি। অলরাউন্ডার নিশামের ৪৪ রানের বিপরীতে সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত থাকেন বিপিএল খেলতে আজই ঢাকায় আসা উইলিয়ামসন। তাদের বাইরে তৃতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন বাঁহাতি ওপেনার তানজিদ তামিম। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসার সালমান ইরশাদ।