আফগানিস্তানের প্রথম কোনো ব্যাটার হিসেবে বিপিএলে সেঞ্চুরি করলেন হাসান ইসাখিল। দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর এই ছেলে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ৭২ বলে ১০৭ রানে অপরাজিত ইনিংস খেলেন। নোয়াখালী ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পেয়েছে।
রবিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসরের ২৯ ও নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে নোয়াখালী। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া দলটি টস হেরে ব্যাট করতে নামে। তবে ধীর গতির ব্যাট করা নোয়াখালীর রহমত আলী ও জাকের আলী দ্রুত বিদায় নেন।
এরপর তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানের হায়দার আলীর সঙ্গে হাল ধরেন ইসাখিল। তারা ৭৪ বলে ১৩৭ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন।
নোয়াখালীর ১৫ ওভার শেষে রান ছিল ২ উইকেটে ৯৮। তবে পরের পাঁচ ওভারে দলটি করেছে ৭৫ রান। যার মধ্যে ২৮ রানই আকিফ জাভেদের করা শেষ ওভার থেকে এসেছে।
হাসান ইসাখিল ইনিংস ওপেন করতে নেমে মাঠ ছেড়েছেন ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থেকে। তিনি ফিফটি করতে খেলেছিলেন ৫০ বল, তবে পরের পঞ্চাশ করেছেন মাত্র ২০ বলে। হায়দার আলী ৩২ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন।
১০ ওভারে ৪৭ রান থাকা নোয়াখালী শেষ দশ ওভারে করেছে ১২৬ রান।