শারমিন আক্তারের হাফ-সেঞ্চুরি ও নিয়ন্ত্রিত বোলিং পারফরম্যান্সের ওপর ভর করে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ নেপালের কাঠমান্ডুতে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে এই জয় পায় টাইগ্রেসরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেটে ১৫৯ রান। দলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দেন শারমিন আক্তার।
যুক্তরাষ্ট্রের পক্ষে পেসার মাহি মাধাভান তিনটি এবং ইসানি ভাগেলা দুটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে ১৩৭ রানে আটকে রাখে বাংলাদেশ। বামহাতি স্পিনার নাহিদা আক্তার দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। এছাড়া রিতু মনি ৩টি এবং রাবেয়া খান ২টি উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়ায় যুক্তরাষ্ট্রের শুরুটা ছিল স্থির; ৯ ওভারে তারা পৌঁছে যায় ১ উইকেটে ৫৫।
ইনিংসের শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করে (চারটি চার ও দুটি ছক্কা) ম্যাচে উত্তেজনা ফেরান। কিন্তু ১৮তম ওভারে অভিজ্ঞ নাহিদা আক্তার তাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
পরের বলেই নাহিদা গীতিকা কোডালিকে স্টাম্পিং করে শূন্য রানে আউট করেন।
বাংলাদেশের পরের ম্যাচ পাপুয়া নিউ গিনির বিপক্ষে, মঙ্গলবার কীর্তিপুরে।