জাতীয় দল থেকে বের হয়ে যাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ক্রিকেটের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও তার অবস্থান শক্ত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।
বর্তমানে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাকিব বলেন, “হ্যাঁ, নির্বাচন তো করবই। ইনশাআল্লাহ, আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়ব। মাগুরার মানুষের সেবা করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”
এছাড়া, ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলা সত্ত্বেও তিনি রাজনীতিতে সক্রিয় থাকার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন। সাকিব আল হাসানের এই মন্তব্য রাজনৈতিক ময়দানে তার দৃঢ় অবস্থান এবং স্থানীয় জনগণের সঙ্গে সংযুক্ত থাকার সংকল্পের প্রতিফলন।
উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। সেই নির্বাচনে তিনি প্রায় ১ লাখ ৮৫ হাজার ভোট পান। তবে একই বছরের জুলাইয়ে সরকারের পতনের আন্দোলন শুরু হয় এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় সাকিব বিদেশে থাকায় রাজনীতিতে অস্থির পরিস্থিতির সঙ্গে যুক্ত হন। এরপর তার নামে কয়েকটি মামলা দায়ের হয়।
ঢাকাটাইমস