Image description

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ ইস্যুতে তৈরি হওয়া অচলাবস্থার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে না। নির্ধারিত সময় পার হয়ে গেলেও সংশ্লিষ্ট দুই দলের ক্রিকেটাররা মাঠে না এসে টিম হোটেলেই অবস্থান করছেন।

নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নেয় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আগেই জানানো হয়েছিল, ঢাকা পর্ব শুরুর আগে তিনি পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না।

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নাজমুল ইসলামের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় সেই ঘোষণাই কার্যকর করেছেন খেলোয়াড়রা।

এর ফলে সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচ খেলতে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা মাঠে আসেননি। বিপিএলের নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে দলের মাঠে উপস্থিত থাকার কথা থাকলেও ম্যাচ শুরুর সময় ঘনিয়ে এলেও কোনো দলই মাঠে যাওয়ার প্রস্তুতি নেয়নি।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, পরিস্থিতির বিষয়টি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হয়েছে।

এতে করে শুধু দিনের প্রথম ম্যাচ নয়, ঢাকা পর্বের পরবর্তী ম্যাচগুলোর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বিপিএলে অংশগ্রহণ চালিয়ে যাবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছয় দলের ক্রিকেটাররা বৈঠকে বসেছেন। দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করার কথা রয়েছে তাদের।