Image description

প্রথমবার বিগ ব্যাশে খেলতে গিয়ে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে টুর্নামেন্টে নিজের সেরা বোলিংয়ের পর এবার জোড়া উইকেট নিলেন ব্রিসবেন হিটের বিপক্ষে।

জাদুকরী বোলিংয়ে রিশাদ থামিয়ে দিয়েছিলেন ব্রিসবেনের রানের গতি। তবে লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের খুব কাছে গিয়েও হতাশার হার নিয়ে মাঠ ছেড়েছে তার দল হোবার্ট হারিকেন্স। বুধবার (১৪ জানুয়ারি) বিগ ব্যাগেশে নিজেদের দশম ম্যাচে ব্রিসবেনের কাছে মাত্র ৩ রানে হেরেছে রিশাদরা। ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে হোবার্ট।

 
 
 
 
 

এদিন রিশাদের সামনে সুযোগ এসেছিল এক বল ব্যাট করেই হিরো হয়ে যাওয়ার। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। জয়ের জন্য যখন শেষ বলে ৫ রান দরকার ছিল, তখন ব্যাট হাতে নেমে ১ রান নিতে সক্ষম হন তিনি। ব্যর্থতার দায় অবশ্য হোবার্টের ব্যাটারদের। রান তাড়ায় নেমে ১৮তম ওভার শেষেও মনে হয়নি ম্যাচটি তারা হারতে চলেছে।
 
শেষ ১২ বলে দরকার ছিল মাত্র ১১ রান, হাতে ছিল ৫ উইকেট। তাতে বেন ম্যাকডেরমটের ৩৬ বলে ৫৯ আর ব্যু ওয়েবস্টারের ৪৩ বলে ৫১ রানের ইনিংসটি বৃথা গেল। ব্রিসবেনের হয়ে ৪৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জাভিয়ের বার্টলেট। ২৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন ম্যাথিউ কুহনেম্যান।
 
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে হোবার্ট। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৪৯ রানের ইনিংস খেলেন নাথান ম্যাকসুইনি। ব্রিসবেনের রান অবশ্য এদিন আরও বেশি হতে পারতো। তৃতীয় উইকেটে সুইনি ও ম্যাট রেনশর জুটি যখন ক্রিজে আধিপত্য করছিল, তখন বাধা হয়ে দাঁড়ান রিশাদ। তাকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন রেনশ। ২৫ বলে ৩৭ রানে থামে তার ইনিংস। ভাঙে ৫৪ রানের জুটি। আগের দুই ওভারে ২১ রান খরচ করা রিশাদ ১৪তম উইকেট নেয়ার পাশাপাশি দেন মাত্র ৫ রান। এরপর ১৯তম ওভারে শেষ ওভার করতে এসে মার্নাস লাবুশেনের উইকেট নেয়ার পাশাপাশি দেন মাত্র ৩ রান। এর মধ্যে দুটি ছিল লেগ বাই, যার কারণে রানের খরচ তার নামের পাশে বসেনি। তাতে ৪ ওভার বল করে মাত্র ২৭ রান খরচায় ২ উইকেট তুলে নেন তিনি।
 
সব মিলিয়ে বিগ ব্যাশের অভিষেক আসরটা দারুণ কাটছে রিশাদের। ৯ ম্যাচে বল করে তিনি শিকার করেছেন ১৩টি উইকেট। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট, এখন পর্যন্ত তার শিকার বোলিং ফিগার।

 
ইত্তেফাক