Image description

টি-টোয়েন্টিতে বাংলাদেশের মিডল অর্ডারে ব্যাটসম্যানদের টানা ব্যর্থতায় দলে পরিবর্তনের গুঞ্জন উঠেছিল। শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক আর তাওহীদ হৃদয়ের দৃষ্টিকটু ব্যাটিংয়ে সমালোচনার ঢল নেমেছিল। তাই তাদের সম্ভাব্য বিকল্প হিসেবে মিডল অর্ডারে যাদের নাম ভেসে বেড়াচ্ছিল বাতাসে, তাদের একজন সাব্বির রহমান। 

জাতীয় দলের হয়ে ৪৮টা টি-টোয়েন্টি খেলা সাব্বির প্রায় বছর তিনেক আগে খেলেছেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই হার্ডহিটার ব্যাটারকে নিয়ে অনেকেই আশা করেছিলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা দেয়া হবে। তবে তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এর পেছনে কারণও আছে। 

চলতি বিপিএল ছিল সাব্বিরের জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার বড় সুযোগ। কিন্তু ঢাকা ক্যাপিটালসের হয়ে সেখানে খুব বেশি ভালো কিছু করে দেখাতে পারেননি তিনি। মূলত নিজের পছন্দমতো ব্যাটিং পজিশনে খেলার সুযোগ তাকে সেভাবে দেওয়া হয়নি। তার দলেরও দুই ম্যাচ হাতে থাকতেই প্লে-অফে খেলার আশা আগেই নিভে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে কথা বলেন সাব্বির। তিনি বলেন, ‘আপনি কি জানেন আমি কোথায় ব্যাটিং করেছি? কত বল খেলেছি? যদি একজন ব্যাটার ৭-৮ নম্বরে নামে এবং তার সামনে ১৪-১৫ রান করতে হয়, তাহলে আমি কি গিয়ে ডিফেন্স করব?’

তবে সাব্বির চেষ্টা করেছেন নিজের সুযোগ কাজে লাগাতে। তিনি বলেন, ‘দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলাম। সব ম্যাচে তো এমন হয় না। আমার জন্য ৪-৫ নম্বর পজিশন আইডিয়াল। টিম ম্যানেজমেন্ট মনে করছে ৭-৮ নম্বরে আমি ভালো, তাই সেখানে খেলিয়েছে। এর বেশি কিছু করার নেই। আমি বেশি কিছু ভাবিনি।’

সাব্বির আরও বলেন, ‘সমস্যা খুঁজলে অনেক সমস্যা পাওয়া যায়। টি-টোয়েন্টি ক্রিকেটে মোমেন্টাম অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে ভালো মোমেন্টাম পেয়েছিলাম, পরে সেটা হারিয়ে ফেলেছি। কিছুটা ঘাটতি ছিল। এনালিস্টরা বিষয়টি খতিয়ে দেখছে। আরও দুটি ম্যাচ আছে, যা-ই হোক, চেষ্টা করব ভালো করার।’