ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে এখনো অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১০ জানুয়ারি) একথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সোম-মঙ্গলবার আইসিসি বাংলাদেশের চিঠির জবাব দিতে পারে বলেও জানিয়েছেন তিনি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরই ভারত-বাংলাদেশের ক্রিকেট সম্পর্কের অবনতি ঘটে। বিসিবি জানিয়ে দেয়, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না টাইগাররা। এ নিয়ে আইসিসির সঙ্গে চিঠি চালাচালিও করেছে বিসিবি। নিরাপত্তার কারণে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নিতে চায় বাংলাদেশ।
আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বিষয়টি নিয়ে চুপ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও। শুক্রবার (৯ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন, বিষয়টি দেখভালের দায়িত্ব আইসিসির। এ বিষয়ে কথা বলা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।
আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচই খেলবে কলকাতার ইডেন গার্ডেনে। নিজেদের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে লিটন দাসের দলের।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।
শীর্ষনিউজ