Image description

সিলেট টাইটানসের স্কোরটা ১৬০ রানের মধ্যে থামার কথা ছিল। দুই সেট ব্যাটার আরিফুল ইসলাম ও আজমতউল্লাহ ওমরজাইকে ১৮তম ওভারে আউট করে এমন ইঙ্গিতই দিয়েছিলেন জিয়াউর রহমান।

কিন্তু আফগানিস্তানের পেসার দারুণ বোলিং করার পরেও ১৯তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন কিংবা তাসকিন আহমেদকে বোলিংয়ে আনলেন না ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দুজনই একটু খরুচে হওয়ায় বল তুলে দিলেন অফস্পিনার নাসির হোসেনকে।

সিলেটে সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন মঈন আলী।

 

আগের তিন ওভারে এক মেডেনে ৭ রান দেওয়া নাসিরের শেষ ওভারে নিলেন ২৮ রান। তাতে সিলেটের স্কোরটা দাঁড়ায় ১৮০ রানের। শেষ ওভার জিয়াউর করলে তার থেকেও ১৭ রান নেন সিলেটের ব্যাটাররা।

অর্থাৎ, শেষ দুই ওভারে ৪৫ রান নিয়েছে সিলেট। 

 

এর আগে উদ্বোধনী জুটিতে ৪৮ রান তোলা সিলেট হঠাৎ করেই পথ হারায়। তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭২ রান। সেখান থেকে ৬২ রানের জুটি গড়ে দলকে এই সংগ্রহের ভিত এনে দেন আরিফুল-ওমরজাই।

সর্বোচ্চ ৩৮ রান করা আরিফুলের বিপরীতে ৩৩ রান করা ওমরজাই আউট হতেই ম্যাচের দৃশ্যপট যাচ্ছিল পাল্টে। সেখান থেকে মঈনের ঝড়ে বড় লক্ষ্যটা পায় সিলেট। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জিয়াউর।