ইন্টার মায়ামির হয়ে স্বপ্নের মতো একটি বছর কাটানোর পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। মেজর লিগ সকার (এমএলএস) শেষে বর্তমানে বিরতিতে থাকা আর্জেন্টাইন এই মহাতারকাকে ‘শর্ট-টার্ম’ লোনে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। একাধিক স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে ফুটবল বিশ্বে এই চাঞ্চল্যকর খবরটি ছড়িয়ে পড়েছে।
২০২৩ সালে মায়ামিতে যোগ দেয়ার পর থেকেই সাফল্যের জোয়ারে ভাসছেন মেসি। লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড জয়ের পর গত ডিসেম্বরে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ ঘরে তোলে মায়ামি। বার্সেলোনা ও পিএসজির পর মায়ামির জার্সিতেও নিজের সাফল্যের ধারা বজায় রেখেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
মেজর লিগ সকারের বর্তমান মৌসুম গত ডিসেম্বরে শেষ হয়েছে এবং নতুন মৌসুম শুরু হবে আগামী মার্চে। এই অন্তর্বর্তীকালীন সময়ে অর্থাৎ শীতকালীন বিরতি কাজে লাগিয়ে মেসিকে অ্যানফিল্ডে আনতে চায় লিভারপুল। অল রেডসদের এই আগ্রহের পেছনে কেবল মাঠের পারফরম্যান্স নয় বরং ক্লাবের বিশ্বব্যাপী ইমেজ ধরে রাখা এবং বাণিজ্যিক সম্ভাবনাকে জাগিয়ে তোলার লক্ষ্যও রয়েছে।
স্প্যানিশ মিডিয়াগুলোর দাবি, লিভারপুল ও মেসির প্রতিনিধিদের মধ্যে একটি অস্থায়ী চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে এই লোন প্রক্রিয়াটি সাংগঠনিক ও আর্থিকভাবে বেশ জটিল হতে পারে। ইন্টার মায়ামির সঙ্গে মেসির দীর্ঘমেয়াদি চুক্তি থাকায় লোন ডিলের শর্তাবলী নির্ধারণে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তবে মার্চে এমএলএস শুরু হওয়ার আগে মেসিকে ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে ফেরার সুযোগ দিতে ইতিবাচক মনোভাব দেখাতে পারে মায়ামি কর্তৃপক্ষ।