টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর মাঠে গড়াবে আগামী ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট শুরুর আগেই ব্রিবতকর এক পরিস্থিতিতে পড়েছে আইসিসি। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এমন সিদ্ধান্তের পর সমর্থকদের মনে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত টাইগাররা অংশ না নিলে বাংলাদেশর পরিবর্তে কোন দেশ সুযোগ পাবে।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে যার সবগুলোই ভারতে। তিনটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে আর একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিসিবির চাওয়া এই ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার।
এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ যদি ভারতে খেলতেই না যায়, তাহলে কী হবে। ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন, বাংলাদেশের দাবির পর নতুন করে বিশ্বকাপের সূচি তৈরী করছে আইসিসি। তবে সেটি কিসের ভিত্তিতে তা জানা যায়নি।
বিশ্বকাপে অংশ না নেয়ায় আইসিসি যদি বাংলাদেশকে বাতিল করে সেক্ষেত্রে অন্য একটি দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেয়া হবে। তবে বিশ্বকাপে বিকল্প দল নির্ধারণের জন্য কোনো স্বয়ংক্রিয় ‘রিজার্ভ তালিকা’ নেই। ফলে প্রতিস্থাপন হলে সেটি হবে আইসিসির বিবেচনাধীন সিদ্ধান্ত। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আইসিসির অভিজ্ঞ সহযোগী দেশ স্কটল্যান্ড।
যোগ্যতার ভিত্তিকে প্রাধান্য দিলে জার্সিও বিকল্প হিসেবে সামনে আসতে পারে। কারণ, ২০২৬ সালের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে স্কটল্যান্ড শীর্ষে ছিল না। নেদারল্যান্ডস ও ইতালি সরাসরি যোগ্যতা অর্জন করেছে, আর স্কটল্যান্ডের ওপরে ছিল জার্সি। ফলে তাদেরও সুযোগ রয়েছে।