Image description

২০২৬ সাল বিশ্বকাপ ফুটবলের বছর। ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে ১-৯ জুন ফিফা উইন্ডো রয়েছে। সেই উইন্ডো মূলত বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর প্রস্তুতির জন্য। বিশ্বকাপের বাইরে থাকা দলগুলোও ঐ সময়  র‌্যাঙ্কিং বৃদ্ধির জন্য ম্যাচ বা টুর্নামেন্ট খেলবে।

মালদ্বীপ তাদের ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি চার জাতির টুর্নামেন্ট করতে চায়। সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মালদ্বীপ সফর করেছিলেন। তখন এই টুর্নামেন্টের লোগোও উন্মোচন হয়েছিল। ২০০০ সালে মালদ্বীপ ফুটবল সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষেও টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টেও বাংলাদেশ অংশগ্রহণ করেছিল।

সাফের দেশগুলোকে নিয়েই তারা ৭৫ বছর পূর্তির আসর করবে। ইতোমধ্যে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে খেলার সম্মতি দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ মালদ্বীপ থেকে টুর্নামেন্টের আমন্ত্রণ পেয়েছে। কয়েকদিনের মধ্যে জাতীয় দল কমিটি কিংবা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মালদ্বীপের আমন্ত্রণের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

বাংলাদেশ ফুটবল দল আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে। ঐ ম্যাচের আগে মালয়েশিয়া, থাইল্যান্ডে একটি প্রীতি ম্যাচ খেলানোর চেষ্টা করছে ফেডারেশন। অ্যাওয়ে ম্যাচ না হলে হোম ম্যাচও আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। জুনে ফিফা উইন্ডো থাকায় হামজা-সামিতকে নিয়েই বাংলাদেশ খেলতে পারবে। ফিফা উইন্ডোতে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য।