Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থ হারের স্বাদ পেল নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটানসের বিপক্ষে তারা হেরেছে ৬ উইকেটে। 

৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দ্বিতীয় ওভারে দলীয় ১ রানে ফিরে যান পারভেজ হোসেন ইমন।

তবে দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তৌফিক খান ও জাকির হাসান। ১৮ বলে ৩২ রান করে জহির খানের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে তৌফিক ফিরলে ভাঙে সেই জুটি। আফিফ হোসেনও ইনিংস শেষ করতে পারেননি। ৫ বলে ২ রান করে একই বোলারের শিকার হন তিনিও।
জাকিরকে ফিরিয়ে তিন উইকেট পূর্ণ করে জহির। আউট হওয়ার আগে তিনি করেন ২৩ বলে ২৪ রান। ওমরজাই ও মঈন আলী মিলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এটি তাদের তৃতীয় জয়।
 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নাসুম আহমেদের ঘূর্ণিতে ৬১ রানে অলআউত হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। নাসুম আহমেদ একাই শিকার করেন ৫ উইকেট। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।