বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থ হারের স্বাদ পেল নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটানসের বিপক্ষে তারা হেরেছে ৬ উইকেটে।
৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দ্বিতীয় ওভারে দলীয় ১ রানে ফিরে যান পারভেজ হোসেন ইমন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নাসুম আহমেদের ঘূর্ণিতে ৬১ রানে অলআউত হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। নাসুম আহমেদ একাই শিকার করেন ৫ উইকেট। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।