Image description

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কট্টরপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। 

এতে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা। মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

এর পরই এ নিয়ে আলোচনার ঝড় ওঠে ক্রিকেটাঙ্গনে। আর ভারত-পাকিস্তানের সম্পর্কটা যেহেতু দা-কুমড়া তাহলে চিরপ্রতিদ্বন্দ্বীকে খোঁচা মারার সুযোগ মিস করবেন কেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার তাই কালক্ষেপণ করলেন না। মুস্তাফিজুর রহমানের বাদ দেওয়ায় ভারতকে নিয়ে বিদ্রুপ করলেন তিনি।

ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জায়গা দিতে পারে, কিন্তু মুস্তাফিজুরকে খেলতে দিতে পারছে না বলে অবাক হয়েছেন রশিদ। নিজের সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘বিসিসিআইয়ের নির্দেশে ২০২৬ সালের বিপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অবাক বিষয় হচ্ছে ভারত হাসিনা ওয়াজেদকে জায়গা দিতে পারে কিন্তু মুস্তাফিজুরকে আইপিএল খেলতে দিতে পারে না।’

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ এমন আশঙ্কা করেছেন রশিদ।

তিনি লিখেছেন, ‘ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাতে পারে বাংলাদেশ। কারণ, খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি। অথচ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এখনো ভারতে নির্বাসিত আছেন।’

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশের ম্যাচগুলো খেলার কথা ছিল ভারতের মাটিতে।

তবে নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার এক ই-মেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেয় বিসিবি।