Image description

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে। ফলে সময়ের হিসেবে প্রায় এক মাস বাকি বৈশ্বিক এই মহারণের। আর ইতোমধ্যেই বাংলাদেশসহ বিভিন্ন দেশে বৈশ্বিক এই টুর্নামেন্টের দামামা বাজতে শুরু করেছে।

২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ আটে জায়গা করে নেবে ৪ গ্রুপের পয়েন্ট তালিকার প্রথম দুটি করে দল। যেখানে আবার দুটি গ্রুপে খেলবে ৪টি করে দল। ৪ সেমিফাইনালিস্টও এই পর্ব থেকেই নির্ধারিত হবে।

তবে, বিশ্ব আসরকে সামনে রেখে এখন থেকেই সমীকরণ মেলানো শুরু হয়েছে। কার হাতে উঠতে যাচ্ছে, এবারকার শিরোপা! শুধু শিরোপার ভবিষ্যদ্বাণীই না। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী চলছে।

সমীকরণ মেলানোর তালিকায় প্রতিবারই ক্রিকেটবোদ্ধা, বিশ্লেষকদের পাশাপাশি নাম লেখান সাবেক ক্রিকেটাররা। সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরও ভবিষ্যদ্বাণী করেছেন। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর বর্তমান পারফরম্যান্স, গেম প্ল্যান ও অভিজ্ঞতার বিচারে সেমিফাইনালিস্ট চার দলকে বাছাই করেছেন তারকা এই পেসার।

আমিরের চোখে ৪ সেমিফাইনালিস্ট হলো- ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও  নিউজিল্যান্ড। সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী এই পেসার। 

আমিরের ভাষ্যমতে, "ব্যক্তিগতভাবে বললে, আমার চোখে পাকিস্তান নিশ্চিতভাবেই আছে, সঙ্গে ভারত। এশিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকা কেমন করবে আমি ঠিক নিশ্চিত নই, সত্যি বলতে। দলটা দারুণ, তবে তারা ভিন্ন কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজে ফাইনাল খেলেছিল। তাই দক্ষিণ আফ্রিকাকেও একদমই বাদ দেওয়া যায় না; এবং নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া, বাছাইটা সত্যিই কঠিন। তবে আমি নিউজিল্যান্ডকেই বেছে নেব। কারণ, তারা সবসময় কোনো না কোনোভাবে সেরা চারে জায়গা করে নেয়।