Image description
 

আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদাকে কেনার ট্রান্সফার ফি পরিশোধে ব্যর্থ হওয়ায় ফিফার কাছ থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞার মুখে পড়েছে ব্রাজিলের শীর্ষ ক্লাব বোটাফোগো। ফিফা আরোপিত এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে এবং তা টানা তিনটি ট্রান্সফার উইন্ডো পর্যন্ত বহাল থাকতে পারে।

২০২৪ সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব আটলান্টা ইউনাইটেড থেকে আলমাদাকে দলে ভেড়ায় বোটাফোগো। ওই সময় ট্রান্সফার ফি নির্ধারিত হয়েছিল ২ কোটি ১০ লাখ ডলার, যা ছিল এমএলএস ইতিহাসে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ। তবে আটলান্টার দাবি, চুক্তি অনুযায়ী এই অর্থের এক কিস্তিও—এমনকি সুদসহ পরবর্তী পাওনাও—এখনো তারা পায়নি।

ফিফার রেজিস্ট্রেশন ব্যান তালিকায় প্রকাশিত তথ্যে জানা গেছে, ২০২৪ সালের জুলাই ও সেপ্টেম্বরে ৩০ লাখ ডলার করে দুটি কিস্তি দেওয়ার কথা ছিল বোটাফোগোর। কিন্তু দুটিই পরিশোধ না করায় এমএলএস কর্তৃপক্ষ ও আটলান্টা ইউনাইটেড ডিফল্ট নোটিস পাঠায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফিফার একটি ট্রাইব্যুনাল রায়ে জানায়, পুরো ২ কোটি ১০ লাখ ডলার ট্রান্সফার ফি ছাড়াও প্রায় ১৫ লাখ ডলার সুদ পরিশোধের দায় বোটাফোগোর। এই রায়ের বিরুদ্ধে অক্টোবরে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (ক্যাস)-এ আপিল করে ক্লাবটি। তবে ডিসেম্বরে ক্যাস ফিফার সিদ্ধান্তই বহাল রাখে। রায়ে উল্লেখ করা হয়, বোটাফোগো সময় চেয়েছিল ‘সমস্যা মেটানোর জন্য’, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো অর্থ পরিশোধ করেনি।

ফিফা জানিয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে পুরো অর্থ শোধ করার কথা থাকলেও নির্ধারিত সময়মতো কিস্তি না দেওয়ায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। বোটাফোগো যদি ২০২৪ সালের ট্রান্সফারের জন্য আটলান্টা ইউনাইটেডকে মোট ২ কোটি ২৫ লাখ ডলার (ফি ও সুদসহ) পরিশোধ করে, তাহলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

এদিকে সূত্র জানাচ্ছে, আলমাদার পারফরম্যান্সভিত্তিক বোনাস ও চলতি গ্রীষ্মে অ্যাটলেটিকো মাদ্রিদে তার বিক্রির কারণে সেল-অন ফি বাবদ আরও প্রায় ৯০ লাখ ডলার পাওনা হতে পারে আটলান্টার।

২৪ বছর বয়সী আলমাদা ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য। আটলান্টা ইউনাইটেডের হয়ে ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত ৭৭ ম্যাচে ২৩ গোল করেন তিনি এবং ২০২২ সালে এমএলএস নিউকামার অব দ্য ইয়ার পুরস্কার জেতেন। বোটাফোগোর হয়ে ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ১৭ ম্যাচ খেলার পর ২০২৫ সালে লিগ আঁর বাকি অংশের জন্য ফ্রান্সের লিওঁতে যোগ দেন। এরপর গ্রীষ্মে পাড়ি জমান স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদে। উল্লেখ্য, বোটাফোগো ও লিওঁ—দুটি ক্লাবই মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরের মালিকানাধীন ইগল ফুটবল হোল্ডিংসের অন্তর্ভুক্ত।

২০২৪ সালে ব্রাজিলের সেরি আ শিরোপা ও কোপা লিবার্তাদোরেস জিতলেও ২০২৫ মৌসুমে সেরি আ-তে ষষ্ঠ স্থানে থেকে শেষ করে বোটাফোগো। এবার ট্রান্সফার নিষেধাজ্ঞা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে দেখা দিল।