Image description

রাজনৈতিক কারণে প্রতিবেশি দুই দেশ বাংলাদেশ আর ভারতের মাঝে এখন শীতল যুদ্ধ চলছে। গুজব ছড়িয়েছে যে, আসন্ন আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে খেলার সুযোগ দেওয়া হবে না। ভারতে কিছু কিছু সংগঠন ইতোমধ্যে এই দাবিও তুলেছে। এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

‘ইনসাইড স্পোর্টস’কে বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলে। এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দিতে হবে। তাছাড়া বাংলাদেশ কোনো শত্রু রাষ্ট্র নয় এবং মোস্তাফিজুর রহমান অবশ্যই আইপিএলে খেলবেন।’সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামের পর থেকেই মোস্তাফিজকে নিয়ে আলোচনা শুরু হয়। ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে তিনিই একমাত্র বাংলাদেশি। এরপর থেকেই মোস্তাফিজুর কূটনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসেন। এই বাঁহাতি পেসারের বৈচিত্র্যময় বোলিং ও শেষ ওভারে কার্যকারিতা তাকে দলে নেওয়ার ক্ষেত্রে বড় কারণ হলেও বিষয়টি ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়।

আইপিএলে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের কোনো ক্রিকেটার খেলতে পারেনা। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার কিছু প্রতিবেদনের পর ভারতে ক্ষোভের সৃষ্টি হয়। কয়েকটি ধর্মীয় সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচে বাধা দেওয়ার হুমকিও দেয় বলে জানা গেছে। তবে এসব চাপের মধ্যেও বিসিসিআই তাদের প্রচলিত নীতিতেই অটল রয়েছে। বোর্ড আরও জানিয়েছে, টুর্নামেন্টের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতেও গুরুত্ব দেওয়া হয়েছে।