অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেমিয়েন মার্টিন গুরুতর অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে এখন কৃত্রিম কোমায় রাখা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি মেনিনজাইটিসে আক্রান্ত।
৫৪ বছর বয়সী মার্টিন গত সপ্তাহে বক্সিং ডে-তে অসুস্থ হয়ে পড়েন। শুয়ে থাকার সময় তার শারীরিক অবস্থা খারাপ হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, তার চিকিৎসা চলছে মেনিনজাইটিসের জন্য। এই রোগ প্রাণঘাতী হতে পারে। মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও মেরুদণ্ড ঘিরে থাকা পর্দার প্রদাহ।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ঘনিষ্ঠ বন্ধু অ্যাডাম গিলক্রিস্ট দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বলেন, ‘সে সেরা চিকিৎসা পাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমান্ডা এবং তার পরিবার জানে অনেক মানুষ তাদের জন্য প্রার্থনা করছে এবং শুভকামনা জানাচ্ছে।’
সাবেক অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহমানও পাশে থাকার বার্তা দিয়েছেন। এক্সে তিনি লেখেন, ‘অনেক ভালোবাসা আর প্রার্থনা… শক্ত থাকো, লড়াই চালিয়ে যাও কিংবদন্তি। পরিবারের জন্য ভালোবাসা।’
ডেমিয়েন মার্টিন ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা স্ট্রোকমেকার। স্টিভ ওয়াহর শক্তিশালী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। খেলেছেন ৬৭টি টেস্ট ও ২০৮টি ওয়ানডে। করেছেন ১৩টি টেস্ট সেঞ্চুরি। টেস্টে তার গড় ছিল ৪৬.৩৭।
২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেও ছিলেন মার্টিন। ফাইনালে ভারতের বিপক্ষে অপরাজিত ৮৮ রান করেন তিনি। রিকি পন্টিংয়ের সঙ্গে গড়েন ম্যাচ জেতানো জুটি।
২০০৬ সালে অ্যাশেজ সিরিজ চলাকালে তিনি অবসর নেন। খেলোয়াড়ি জীবন শেষে কিছু দিন তিনি ধারাভাষ্যে ছিলেন। কিন্তু এরপর থেকে তিনি অনেকটাই আড়ালে ছিলেন।