প্রথমবার পাকিস্তান দলে ডাক পেলেন খাজা নাফি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্বপ্নপূরণের ডাক পাওয়ায় বিপিএলকেও কৃতিত্বের ভাগিদার করলেন উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের কারণেই পাকিস্তানে পরিচিতি পেয়েছেন বলে জানিয়েছেন উদীয়মান ব্যাটার।
সর্বশেষ বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে ৫ ম্যাচে ২০১ রান করেছেন নাফি।
আজ সিলেটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘আগেরবার বিপিএলের ভালো পারফর্ম করেছিলাম। এজন্য ক্রিকেটে সুযোগ পাই। বিপিএলে পারফর্ম করার পরই পাকিস্তানের মানুষ জানতে পারে যে নাফি নামেও একজন আছে। এরপরই আমি ঘরোয়া ক্রিকেটে খেলি।
জাতীয় দলে ডাক পেয়ে ভীষণ উচ্ছ্বসিত নাফি। ২৩ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘এটা আমার জন্য গর্বের মুহূর্ত। জাতীয় দলের খেলার জন্য এতদিন কষ্ট করেছি। অবশেষে সে সুযোগ এসেছে। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
সর্বশেষ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন নাফি। এবারের বিপিএলেও রংপুরের হয়ে খেলবেন তিনি। দলটির হয়ে মাঠে নামার আগে বড় সুসংবাদ পাওয়া ব্যাটার বলেছেন, ‘রংপুরের হয়ে আমি জিএসএল খেলেছি। এই দলটা আমার জন্য নতুন নয়।
বিপিএলে রংপুর আমার জন্য নতুন দল। নতুন লক্ষ্য হলো গত বছর যেমন পারফর্ম করেছিলাম, রংপুর রাইডার্সের হয়েও তেমিন পারফর্ম করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।’