দক্ষিণ আমেরিকা ও ইউরোপের চ্যাম্পিয়নদের মহারণ ফিনালিসিমার সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আগামী মার্চ মাসে কাতারের দোহায় মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। আয়োজক সংস্থাগুলোর ঘোষণায় জানানো হয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ শুক্রবার লুসাইল স্টেডিয়ামে।
দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন ও ইউরোপীয় ফুটবল সংস্থার যৌথ উদ্যোগে ফিনালিসিমা আয়োজনের ঘোষণা এসেছে। একই সঙ্গে এতে যুক্ত রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের একই বছরে এই ম্যাচ হওয়ায় আন্তর্জাতিক ফুটবল সূচিতে এর গুরুত্ব আরও বেড়েছে।
দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেজ বলেন, এই ম্যাচ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং দুই মহাদেশের পারস্পরিক সহযোগিতা ও সম্মানের প্রতীক। অন্যদিকে ইউরোপীয় ফুটবল সংস্থার সভাপতি আলেকসান্দার চেফেরিন জানান, এই লড়াই বিশ্ব ফুটবলের বৈশ্বিক আবেদন ও ঐতিহ্যকে তুলে ধরবে। ফিনালিসিমা মূলত দক্ষিণ আমেরিকা ও ইউরোপের সেরা দলগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণের প্রতিযোগিতা।
সর্বশেষ আসরে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই জয়ের পরই তারা বিশ্বকাপেও শিরোপা জয় করে। আগামী বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক মাস আগে অনুষ্ঠিত হওয়ায় আর্জেন্টিনা–স্পেনের এই ম্যাচকে দুই দলের শক্তি যাচাইয়ের বড় মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, টিকিট বিক্রি ও অন্যান্য আনুষ্ঠানিক তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।