জয়ের হাসি হাসলেন কিলিয়ান এমবাপ্পে। এই হাসি মাঠের লড়াই শেষে পাওয়া নয়। নয় কোনো প্রতিপক্ষের বিপক্ষে গোল-অ্যাসিস্ট করে পাওয়া জয়ের। আইনি লড়াই শেষে পাওয়া হাসি ছিল এমবাপ্পের মুখে।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই পিএসজির কাছ থেকে বকেয়া বেতন উদ্ধারে লড়ে যাচ্ছিলেন তিনি। তারই রায় আজ হয়েছে। তাতে জয়ী হয়েছেন ফ্রান্সের অধিনায়ক। ফ্রান্সের শ্রম আদালত নির্দেশ দিয়েছেন, এমবাপ্পের বকেয়া বেতন পরিশোধ করতে হবে পিএসজিকে।
অঙ্কটাও কম নয়। সাবেক ক্লাবের কাছে বেতন-বোনাস মিলিয়ে ৬ কোটি ইউরো পাবেন লস ব্ল্যাংকোসদের ফরোয়ার্ড।
২০২৪ সালে রিয়ালে নাম লেখানোর পর ২৬৩ মিলিয়ন ইউরো দাবি করেন এমবাপ্পে। বিপরীতে পিএসজি দাবি করে, ২৪০ মিলিয়ন ইউরো পাবেন তার কাছে।
সেসব অভিযোগকে আমলে না নিয়ে শ্রম আদালত নিদের্শনা দিয়েছেন, ৬ কোটি ইউরো এমবাপ্পেকে দিতে হবে পিএসজিকে।
২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিএসজির হয়ে ২০৮ ম্যাচ খেলে ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। এ রায়ে ফরাসি ফরোয়ার্ডের হয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তার আইনজীবী ফ্রেদেরিক কাসেরো। তিনি বলেছেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। বেতন পরিশোধ না হলে এমন সিদ্ধান্তই প্রত্যাশিত ছিল।