আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে মুগ্ধ ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন ফিজের বোলিং ডেলিভারিতে বিস্মিত হয়েছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। ফিজের মতো অন্য কেউ বোলিং করতে চাইলে কব্জি ছুটে যেতে পারে বলেও মন্তব্য করেন উইলকিন্স। এদিকে, এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই ম্যাচে ৪২ টি বল করার সুযোগ পেয়েছেন, ৪ উইকেটের পাশাপাশ কাটার মাস্টার ২৪টিও ডট বল করেছেন।
অভিষেকের পর থেকে কাটার আর স্লোয়ার ভেলকি বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের নাচিয়েছেন মোস্তাফিজুর রহমান। একের পর এক উইকেট নিজের নামে করেছেন, তেমনি ক্রিকেট বিশ্বজুড়ে অর্জন করেছেন খ্যাতি। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক—প্রশংসা কুড়িয়েছেন অনেকেরই। এবার ফিজের বোলিং জাদুতে মুগ্ধ হলেন জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স।
দুবাইয়ে চলছে আইএলটি-টোয়েন্টি। যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন ফিজ। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে দুবাই জয় পায় ৮৩ রানে। আর সেখানেই ৩ ওভারে ২২ রানে ২ উইকেট শিকার করেন ফিজ। ফিল সল্টকে দ্বিতীয় শিকার বানানো ডেলিভারি দেখে বিস্মিত হন ব্রিটিশ এই ধারাভাষ্যকার।
অ্যালান উইলকিন্স বলেন, আপনি যদি রিস্টের দিকে তাকান তাহলে দেখতে পাবেন অসাধারণ রিস্ট, একদম যেখান থেকে বলটা ডেলিভারি হয়। আমি জানি না সে এটা কীভাবে করে। কিন্তু বাসায় এটা চেষ্টা করবেন না। নাহলে আপনার কব্জি জায়গা থেকে ছুটে যেতে পারে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন ফিজ। ৭ এর কম ইকোনমিতে শিকার করেছেন চার উইকেট। গালফ জায়ান্টসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন ফিজ। ৪ ওভারে ২৬ রানে শিকার করেন ২ উইকেট। সেই ম্যাচে ডট বল দেন ১৩টি, দ্বিতীয় ম্যাচে ১১টি সহ এখন পর্যন্ত করা ৪২ বলের ২৪টিই ডট দেন এই বাহাতি পেসার।
আগামী ২৩ ডিসেম্বর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ফিজের দুবাই ক্যাপিটালস। তিন ম্যাচে এক জয়ে এখন পয়েন্টস টেবিলের তিনে অবস্থান করছে ফিজের দল।